The regional name of Sylhet and Comilla is Chagal Ladi.
This fruit is called goat ladi because it looks like goat laad or bistar.
Goat Ladi is a fruit that is very familiar to children.
Children love to eat this fruit.
This very interesting and delicious fruit can be
seen on the tree at the end of Chaitra and at the beginning of Boishakh.
Usually those who grew up in the village are familiar with this fruit.
Chagal ladi trees are usually 20 to 25 feet in height.
The bright green leaves are oval in shape and the flowers are white.
The color of the fruit is first light green, then red and finally dark black.
Inside the fruit is a bean (seed) wrapped in sweet shells.
These indigenous wild fruits are getting lost day by day.
বিলুপ্তির পথে গ্রামীণ ফল মৌছুছি,,,
সিলেট ও কুমিল্লার আঞ্চলিক নাম ছাগল লাদি। দেখতে ছাগলের লাদ বা বিষ্টার মতো হয় বলে এই ফলের নাম ছাগল লাদি।
শিশুদের কাছে খুব পরিচিত একটি ফলের নাম ছাগল লাদি। শিশুরা এই ফল খেতে বেশ পছন্দ করে।
খুবই মজাদার ও সুস্বাদু এই ফলটি চৈত্রের শেষে ও বৈশাখের প্রথমে গাছে দেখা যায়।
সাধারণত যারা গ্রামে বড় হয়েছেন তারা এই ফলটির সাথে পরিচিত।
ছাগল লাদি গাছ সাধারনত উচ্চতায় ২০ থেকে ২৫ ফুট হয় । উজ্জ্বল সবুজ রঙের
পাতার আকার হয় ডিম্বাকৃতি, ফুলের রং সাদা। ফলের রং প্রথমে হয় হালকা সবুজ,
পরে লাল এবং শেষে ঘন কালো রং। ফলের ভিতরে মিষ্টি শাঁসে মুড়নো একটি বিন (বীজ
) থাকে ।
এই দেশজ বুনো ফলগুলো দিনকে দিন হারিয়ে যাচ্ছে।শৈশবে বন
বাদাড়ে ঘুরে প্রাকৃতিক আহার সেরে নেয়া প্রজন্মের কাছে এসবের মূল্য ছিল
অপরিসীম।
Comments
Post a Comment